<p>উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে। লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ সারা দেশেই আজ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি। </p> <p>এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে শঙ্কা রয়েছে ভারি বৃষ্টিরও। আগামী ৫ দিনে সারা দেশে বৃষ্টি আরো বাড়তে পারে। এ সময় তাপমাত্রাও কিছুটা কমতে পারে। </p> <p>শনিবার (৭ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় সন্দ্বীপে ৯৬ মিলিমিটিার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট, বগুড়া ও সিরাজগঞ্জের তাড়াশে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।</p>