<p>পদত্যাগ করা দুই নির্বাচন কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। পদত্যাগের পর কমিশনারদের জন্য বরাদ্দ করা গাড়িতে নির্বাচন কমিশন ছাড়ার সময় বাইরের বিক্ষুপ্ত জনতা নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে।</p> <p>ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের মাস পূর্তির দিন আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি পরবর্তী পাঁচ বছরের জন্য দায়িত্ব নেওয়া এই কমিশন আড়াই বছরে বিদায় নিল।</p> <p>এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকলেও নির্বাচন ভবনে এসেছিলেন রাশেদা সুলতানা ও আনিছুর রহমান। পরে নির্বাচন ভবন ছেড়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতার সামনে পড়েন এই দুই কমিশনার। এরপর বিক্ষুব্ধ জনতা পায়ের জুতা খুলে এই দুই কমিশনারের গাড়িতে ছুড়ে মারেন।</p> <p>এদিকে পদত্যাগ করে বন্ধুর গাড়িতে বিদায়ি সিইসি ছাড়েন কাজী হাবিবুল আউয়াল। এদিন তিনি নিরাপত্তা সুবিধা নিলেও সরকারি গাড়ির সুবিধা নেননি। বন্ধুর পুরনো মডেলের সাদা রঙের একটি গাড়িতেই ইসি ছাড়েন সিইসি।</p>