<p>দেশের ২৬টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।</p> <p>রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।</p> <p>প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন ককরা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।</p> <p><a href="https://mhapsd.gov.bd/sites/default/files/files/mhapsd.portal.gov.bd/divisional_noc/5163c981_f6f2_4ff2_b5af_69c0b8a73d5b/CamScanner%2009-03-2024%2019.05.pdf"><span style="color:#1abc9c">প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন</span></a></p>