<p>সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নিমিত্ত ফরমেট প্ৰণয়নে ৬ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। সোমবার (২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।</p> <p>কমিটির সভাপতি করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের সচিবকে। আর সদস্য সচিব করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিবকে। </p> <p>এছাড়া, মন্ত্রিপরিষদ বিভাগের একজন, জাতীয় রাজস্ব বোর্ডের একজন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একজন ও বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের একজন প্রতিনিধি এই কমিটির সদস্য হবেন। যাদের পদমর্যাদা কমপক্ষে যুগ্ম সচিব হবে।</p> <p>জনপ্রশাসন মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত) আমেনা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ইতোমধ্যে সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে এ কমিটি গঠন করা হলো। উক্ত কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের ফরমেট প্রনয়ণসহ প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। এটি অবিলম্বে কার্যকর হবে।<br />  </p>