<p style="text-align:justify">উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানদের স্বপদে পূনর্বহালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করেছেন সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানগণ। তারা বলেছেন, নারীর ক্ষমতায়নের পথ মসৃণ করতে স্বতন্ত্রভাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদটি পুনর্বহালের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এক্ষেত্রে আইনী জটিলতা দেখা দিলে, তা নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে সমাধান করতে হবে। অন্যত্থায় আইনি পদক্ষেপ অনুসরণের পাশাপাশি আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দিনাজপুর চিলির বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা বানু। এ সময় উপস্থিত ছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, পিরোজপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, নড়াইলের লোহাগড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফারহানা ইসলাম, নোয়াখালী সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নিলুফা মুমিন প্রমূখ।</p> <p style="text-align:justify">সংবাদ সমেম্মলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৭ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করেছে। কিন্তু আমরা চাই, কোনো শূন্যতা তৈরি না হোক। এই নারী জনপ্রতিনিধিরা কোনো দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করেননি। বরং স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন। কিন্তু এই স্বতন্ত্র পদটি অপসারণ করায় পরবর্তীতে নির্বাচন করতে গেলে প্রার্থীদের বিভিন্ন বাঁধার সম্মুখীন হতে হবে। এতে নারীর ক্ষমতায়নে বিঘ্ন ঘটবে। এছাড়া পদাধিকার বলে মহিলা ভাইস চেয়ারম্যান স্থানীয় নারী উন্নয়ন ফোরামের সভাপতি, সেহেতু এই পদ না থাকলে নারীর স্থানীয় উন্নয়নের বিষয়টি বাঁধাগ্রস্থ হবে। তাই মহিলা ভাইস চেয়ারম্যান পদটি বহাল থাকলে নারীদের জীবনমান উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা যাবে।</p> <p style="text-align:justify">সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লায়লা বানু বলেন, ‘বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও স্থানীয় সরকার উপদেষ্টা দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশা করি। তাদের কাছে আনুষ্ঠানিক ভাবে স্মারকলিপি দেওয়া হবে। এরপরও দাবি বাস্তবায়ন না হলে আমাদের সামনে আন্দোলনের বিকল্প থাকবে না। সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হওয়ার পাশাপাশি ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’<br />  </p>