<p style="text-align:justify">স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের নিয়োগ বাতিল করেছে সরকার। </p> <p style="text-align:justify">রবিবার (১৮ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞপিন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। </p> <p style="text-align:justify">জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম (কোড নম্বর ৩৮০১৩)-এর সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’<br />  </p>