<p>পুলিশকে যারা ব্যবহার করেছে, সেই হুকুমদাতাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘পুলিশ চলবে নিয়মের মধ্যে থেকে, পুলিশ আর কোনো চাটুকারিতা করবে না।’</p> <p>রবিবার (১১ আগস্ট) দুপুরে পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে সহিংসতার সময় আহতদের দেখতে এসে এসব কথা বলেন এম সাখাওয়াত হোসেন।</p> <p>এম সাখাওয়াত হোসেন বলেন, ‘মিডিয়া সঠিক তথ্য তুলে ধরলে আজ এত পুলিশ ও সাধারণ মানুষ মারা যেত না।’</p> <p>‘চাটুকার সাংবাদিকতা করলে সেই চ্যানেল বন্ধ করে দেওয়া হবে’ বলেও হুঁশিয়ারি দেন এম সাখাওয়াত হোসেন। </p> <p>‘পুলিশ ছাড়া সমাজ চলতে পারে না। পুলিশের কাজ সেনাবাহিনী করতে পারে না, তবুও তারা করছে। একটা রাষ্ট্র এভাবে চলে না, রাজনীতি এভাবে হয় না। একজনের ইচ্ছেতে রাষ্ট্র চলতে পারে না। পুলিশকে লাঠিয়াল বাহিনী বানিয়েছে সরকার।’</p> <p>সাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশকে যারা ব্যবহার করেছে তাদের ধরা হবে। হুকুমদাতাদের শাস্তি দেওয়া হবে। দেশে থাকলেও, দেশের বাইরে থাকলেও।’</p> <p>যে হত্যাযজ্ঞ হয়েছে তার দেশি ও আন্তর্জাতিক তদন্ত হবে। নির্দেশদাতা কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশকে আর রাজনৈতিকভাবে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও সাখাওয়াত হোসেন। </p>