<p style="text-align:justify">‘২০০৯ সালের ২৫ ও  ২৬ ফেব্রুয়ারি আমরা আমাদের কর্তব্য ঠিকমতো পালন করছিলাম। হঠাৎ করে আমাদের বলা হয় সেনাবাহিনী তোমাদের ক্যাম্পে আক্রমণ করছে তোমরা প্রস্তুত হও। আমরাও প্রস্তুত হই এবং বিভিন্ন ধরনের ফায়ার করি। আর ফায়ারের কারণে আমাদের দুটি ক্ষতি করা হয়েছে। এক চাকরিচ্যুত করা হয়েছে, অন্যদিকে জেল খাটানো হয়েছে। আমরা কোনো মানুষকে মারিনি, শুধু আমরা ফায়ার করেছি। এ কারণে আমাদের দুটি শাস্তি ভোগ করতে হয়েছে।’</p> <p style="text-align:justify">শুক্রবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে এক মানববন্ধনে সাবেক বিডিআর সদস্যরা এসব কথা বলেন।  </p> <p style="text-align:justify">মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের সব প্রাপ্য আমাদের ফেরত দিতে হবে। আমাদের চাকরিতে আবারও পুনর্বহাল করতে হবে। আওয়ামী লীগ সরকার আমাদের হক থেকে বঞ্চিত করেছে। আমরা গণমাধ্যমকর্মীদের কাছে জোর দাবি জানাই যাতে করে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হয়। আমাদের যাতে সম্মান ফেরত দেওয়া হয়। আমরা না খেয়েও দিন যাপন করেছি। বিশেষ করে যখন আমরা জেলে ছিলাম তখন আমাদের পরিবার অসহায়ের মতো জীবন যাপন করেছে। এমনও দিন গেছে যে আমাদের পরিবারের লোকজন না খেয়ে থেকেছে।’</p> <p style="text-align:justify">এ সময় উপস্থিত ছিলেন আব্দুল বাছেদ, আতাউর রহমান, মো. আব্দুর রশিদ, ইয়াদুল হক, জসিম উদ্দিন, শামীম খান, আহসান হাবীব প্রমুখ।</p>