<p style="text-align:justify">শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের এক্স-এ করা একটি পোস্ট নিয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। পোস্টটি থেকে বোঝা যাচ্ছে, গত সোমবার (৫ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর থেকে এখন পর্যন্ত মা ও মেয়ের মধ্যে দেখাই হয়নি। </p> <p style="text-align:justify">আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) করা ওই পোস্টে সায়মা ওয়াজেদ লিখেছেন, ‘এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না, তাকে জড়িয়ে ধরতে পারছি না... আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’ </p> <p style="text-align:justify">এদিকে বিবিসি সূত্রে জানা গেছে, সায়মা ওয়াজেদ গত মঙ্গলবার (৬ আগস্ট) দিল্লি পৌঁছেছেন। এখন প্রশ্ন উঠছে, পুতুল কি দিল্লি পৌঁছার পরও শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি, নাকি তাকে ভারতীয় কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দেয়নি?</p> <p style="text-align:justify">সায়মা ওয়াজেদ বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদে রয়েছেন। এর প্রধান কার্যালয় দিল্লিতে। সেই সুবাদে তিনি বেশির ভাগ সময় দিল্লিতে অবস্থান করেন। সোমবার ৫ অগাস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছেড়েছিলেন তখন সায়মা ওয়াজেদ থাইল্যান্ডের ব্যাঙ্ককে ছিলেন। সেখানে তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার ও আলোচনাসভায় যোগ দিয়েছিলেন। তা ছাড়া তার ওই দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরো কিছু কাজ ছিল।</p> <p style="text-align:justify">কিন্তু শেখ হাসিনা দিল্লির কাছে হিন্ডনে অবতরণ করার ঘণ্টা কয়েক পরেই তিনিও দিল্লির উদ্দেশে রওনা দেন বলে বিবিসি জানতে পেরেছে।</p> <p style="text-align:justify">দিল্লিতে ভারতের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, সায়মা ওয়াজেদ যেহেতু ডাব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হিসেবে জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থার একজন কর্মকর্তা তাই হয়তো বিশেষ পরিস্থিতিতে ভারতে আসা শেখ হাসিনার সঙ্গে তার দেখা করা হয়ে ওঠেনি।</p> <p style="text-align:justify">ওই কর্মকর্তা বলেন, ‘প্রথম কথা হলো উনি দিল্লিতে কি না, তা আমি জানি না। আর যদি থেকেও থাকেন, উনি শেখ হাসিনার মেয়ে তো বটেই, কিন্তু আন্তর্জাতিক একটি সংস্থার শীর্ষ কর্মকর্তা হিসেবের সায়মা ওয়াজেদের আরো একটা পরিচয়ও আছে। আর সেটাই হয়তো এখানে দেখা করার ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে বলে ধারণা করছি।’ </p> <p style="text-align:justify">আজ সকালের পোস্টে সায়মা ওয়াজেদ আরো লিখেছেন, ডাব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের ভূমিকায় তিনি অঙ্গীকারবদ্ধ থাকছেন। এর মানে হলো, ওই দায়িত্ব তিনি ছাড়ছেন না এবং দিল্লিতে থেকেই কাজ চালিয়ে যাবেন।</p>