<p style="text-align:justify">সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার (৬ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটকের প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর বিষয়টি প্রকাশ্যে আসে।</p> <p style="text-align:justify">এদিন বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরে আটক হন তিনি। এরপর রাত পৌনে ৮টা থেকে সোয়া ৮টা পর্যন্ত তাকে ফেসবুকে সক্রিয় দেখা যায়। সোয়া ৮টার পর হঠাৎ করে তার ফেসবুক আইডি উধাও হয়ে যায়। তার কিছুক্ষণ পর উধাও হয় ভেরিফাইড ফেসবুক পেজও।</p> <p style="text-align:justify">বেবিচকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন পলক। এ সময় বেবিচকের কর্মচারীরা তাকে আটক করেন। পরে বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান।</p> <p style="text-align:justify">এর আগে শুক্রবার (২ আগস্ট) বিকেলে দেশের পাঁচ কোটি শিক্ষার্থীর কাছে করজোড়ে ক্ষমা চান তৎকালীন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের ভুল থাকতে পারে, অপরাধ থাকতে পারে। ভুলের শাস্তি আপনারা আমাদের দেবেন। ভুল সংশোধনের সুযোগ দেবেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। কারণ শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না।’</p>