<p>গত শনিবার (৩ আগস্ট) সরকারের পদত্যাগের এক দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রবিবার (৪ আগস্ট) থেকে শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আসহযোগ আন্দোলন। আগামী মঙ্গলবার (৬ আগস্ট) ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পরিবর্তন করে আজ সোমবার (৫ আগস্ট) নির্ধারিত করা হয়। গতকাল রবিবার থেকেই রাজধানী ঢাকায় আসতে শুরু করে সর্বস্তরের মানুষ। এরমধ্যেই খবর পাওয়া যায় শেখ হাসিনা দেশ ছেড়েছেন।</p> <p>আজ সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।</p> <p>বার্তা সংস্থা এএফপি জানায়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন।</p> <p>এদিকে বিবিসির খবরে বলা হয়, শেখ হাসিনাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশে রওনা দিয়েছে।</p> <p>কয়েকদিন থেকে পাওয়া যাচ্ছিল আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর দেশ ছাড়ার খবর। অবশেষে আজ সোমবার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা।</p> <p>গত জুলাই মাসের ১ তারিখ থেকেই চলছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচি। পরবর্তীতে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। গত ১৬ জুলাই প্রথম মারা যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। এরপর উত্তপ্ত হয়ে ওঠে ছাত্রসমাজসহ সর্বশ্রেণির মানুষ।</p>