<p>ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, দেশের চলমান পরিস্থিতিতে দেশে কারফিউ জারি করা হয়েছে। যারা কারফিউয়ের আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।</p> <p>রবিবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।</p> <p>হাবিবুর রহমান বলেন, পুলিশ এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য্য, সহনশীলতা ও সংবেদনশীলতার পরিচয় দিয়েছি। আমাদের ব্যবস্থা কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে নয়।  নাশকতাকারী, সন্ত্রাসী, অগ্নিসংযোগকারী, পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ওদের বিরুদ্ধে ডিএমপি আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হবে।</p> <p>তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল। সেখানে তাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে দুর্বৃত্তরা। রাজধানীসহ সারা দেশে নজিরবিহীন অরাজকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। এ সহিংসতায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হতাহতের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। এতে রাষ্ট্রীয় সম্পদের অবর্ণনীয় ক্ষতিসহ সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হয়েছে।</p> <p>ডিএমপি কমিশনার বলেন, সরকার সহানুভূতিশীল হয়ে আটক সাধারণ শিক্ষার্থীদের ইতোমধ্যে মুক্তি দিয়েছে। তবুও শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি-জামায়াত-শিবির নাশকতাকারী চক্র ভয়াবহ নাশকতা ও অগ্নিসন্ত্রাস করছে।  সারা দেশে তারা ব্য‍াপক তাণ্ডব চালায়।</p> <p>তিনি বলেন, এ সহিংসতায় অনেক হতাহত হয়েছে। এর মধ্যে পুলিশ, সাংবাদিক, সাধারণ মানুষ রয়েছে। একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেকোনো ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হলো।</p>