<p style="text-align:justify">কোটা সংস্কার আন্দোলনের তুলে নেওয়া ছয় সমন্বয়ককে ছাড়িয়ে আনতে ডিবি কার্যালয়ে যাবেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর আজ দুপুরে তারা রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যাবেন।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আমরা মনে করেছিলাম ২৪ ঘণ্টার মধ্যে তাদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু তাদের ছাড়া হয়নি। আজ দুপুর আড়াইটায় আমরা ডিবি কার্যালয়ে যাব। আমরা জানতে চাইব কেন তাদের আটকে রাখা হয়েছে।</p> <p style="text-align:justify">এর আগে ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে নিঃশর্ত মুক্তির জন্য গতকাল ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। </p>