<p style="text-align:justify">আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে শুধু কারফিউ শিথিল থাকাবস্থায় ট্রেন চলাচল করবে। এতে করে লম্বা দূরত্বে ট্রেন চালানোর সুযোগ নেই, শুধু লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে।</p> <p style="text-align:justify">আজ মঙ্গলবার রেল ভবনের আয়োজিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম সভাপতিত্ব করেন।</p> <p style="text-align:justify">সভা সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুরের মতো কাছাকাছি দূরত্বে ট্রেন চলাচল করবে। একইভাবে দেশের এক জেলা থেকে অন্য জেলায় ট্রেন যাতায়াত চালু থাকবে, তবে সব ধরনের আন্ত নগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। আন্ত নগর ট্রেনের বিষয়ে আরো দুই-এক দিন পরে সিদ্ধান্ত আসতে পারে বলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="বুধবার থেকে স্বাভাবিক সূচিতে চলবে অফিস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/30/1722330619-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">বুধবার থেকে স্বাভাবিক সূচিতে চলবে অফিস</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/07/30/1410164" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">তবে সভার সিদ্ধান্ত অনুযায়ী, কারফিউ চলাকালে, অর্থাৎ রাতে যাত্রীবাহী কোনো ট্রেন চলবে না। তবে তেলবাহী, পণ্যবাহী ট্রেনগুলো বিশেষ নিরাপত্তায় চলাচল অব্যহত থাকবে।</p> <p style="text-align:justify">কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতর কারণে গত ১৯ জুলাই থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। পরে ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। যদিও নিরাপত্তা বিবেচনায় ওই ট্রেন সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।</p>