<p style="text-align:justify">কোটা আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সংঘটিত ধ্বংসযজ্ঞ ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ)। শনিবার (২৭ জুলাই) রাতে অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p> <p style="text-align:justify">অ্যাসোসিয়েশনের সভাপতি ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি, অগ্নিসংযোগ, সরকারি দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলাসহ যাবতীয় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা গভীরভাবে মর্মাহত। সংঘটিত এসব ঘটনায় যেসব প্রাণহানি হয়েছে তাদের আত্মার মাগফেরাত ও পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’</p> <p style="text-align:justify">এতে আরো বলা হয়, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এ দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতি। বাংলাদেশের সিভিল সার্ভিসের কর্মকর্তাগণ এ উন্নয়নের অংশীদার এবং ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিরন্তর কাজ করে যাচ্ছে। উন্নয়নের মাইলফলক মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ডিজিটাল স্থাপনাসহ সেতু ভবন, রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র-বাংলাদেশ টেলিভিশনসহ জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’</p> <p style="text-align:justify">‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এ সকল স্থাপনা ও সম্পদের ক্ষয়ক্ষতির তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানাচ্ছে। একই সঙ্গে বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে সরকারের উন্নয়ন-পরিকল্পনা বাস্তবায়নে এ সার্ভিসের কর্মকর্তাদের দৃঢ় অঙ্গীকার পুনঃব্যক্ত করছে।’</p>