<p style="text-align:justify">কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুযোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। </p> <p style="text-align:justify">আজ শনিবার (২৭ জুলাই) সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত ভবন দুটি পরিদর্শন করেন তিনি। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। </p> <p style="text-align:justify">প্রধানমন্ত্রী একইসঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার ধ্বংসযজ্ঞও পরিদর্শন করেন।</p> <p style="text-align:justify">এরআগে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।</p> <p style="text-align:justify">এরআগে গতকাল শুক্রবার (২৬ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসিএইচ) হাসপাতাল পরিদর্শন করেন এবং আহতদের খোঁজ-খবর নেন। </p> <p style="text-align:justify">একই দিন প্রধানমন্ত্রী সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন। সেখানে তিনি দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সব বিভাগ প্রত্যক্ষ করেন তিনি।</p> <p style="text-align:justify">এরআগে গত বৃহস্পতিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর-১০ মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেছেন। তখন তিনি বলেন, ‘তাই আমি আপনাদেরকেই বলব যে কষ্ট আমি লাঘব করতে চেয়েছি সেই কষ্ট আবার যারা সৃষ্টি করল তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে।’<br />  </p>