<p style="text-align:justify">তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘রাতের মধ্যেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হবে।’ বুধবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে আগারগাঁও বিটিসিএল ভবনে এ কথা বলেন তিনি।</p> <p>ইন্টারনেট সেবা সম্পর্কিত সার্বিক বিষয়াবলী নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। সারাদেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে সারাদেশে ব্রডব্যান্ড চালু হবে। যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করবো।’</p> <p>তিনি আরও বলেন, ‘আগামী রোব বা সোমবার মোবাইলে ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হবে।’</p> <p style="text-align:justify">জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের জেরে টানা প্রায় এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ থাকে। এতে নাগরিক জীবনের বিভিন্ন দিকে সমস্যা হওয়া ছাড়াও বড় ক্ষতির মুখে পড়েছে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত।</p> <p style="text-align:justify">ব্যাপক সহিংস বিক্ষোভের মধ্যে অপপ্রচার ঠেকানোর জন্য সরকার গত বুধবার রাত থেকে ফোরজি মোবাইল ইন্টারনেট এবং বৃহস্পতিবার থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ রাখে। ব্যবসায়ী, শিল্পপতি ও নাগরিক সমাজ থেকে ইন্টারনেট চালু করার দাবি করা হচ্ছিল।</p> <p style="text-align:justify">পরে সীমিত পরিসরে গতকাল মঙ্গলবার রাতে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। জরুরি সেবা দিতে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালতে। </p> <p style="text-align:justify">আর মোবাইল ইন্টারনেটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) বৈঠক ডাকা হয়েছে।<br />  </p>