<p>অপরিকল্পিত নগরায়ন ও অবকাঠামো গড়ে ওঠায় গাছ-পালার পরিমাণ কমে প্রতি বছর নগর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে নগরকৃষি একটি সময়োপযোগী সমাধান। বিদ্যালয়গুলোর মাঠে খেলাধুলার জন্য পর্যাপ্ত জায়গা রেখে শিক্ষার্থীদের মাধ্যমে নগর কৃষির সূচনা করা হলে কার্যকরী ফলাফল অর্জন সম্ভব।</p> <p>আজ রবিবার (৭ জুলাই) হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা, রায়ের বাজার উচ্চ বিদ্যালয় এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট আয়োজিত ‘জলবায়ু বিপর্যয়রোধ ও নিরাপদ খাদ্য উৎপাদনে নগর কৃষি : শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এ সব কথা বলেন বক্তারা। রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা’র সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট অ্যান্ড একাডেমিক আহমাদ-আল-মুহাইমিন। আলোচনায় অংশ নেন ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তাহাজ্জোত হোসেন, কৃষক মো. আমির হামজা, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা প্রমা সাহা প্রমুখ।</p> <p>কর্মশালায় উত্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, মাটির বাস্তুতন্ত্র এবং জলচক্রে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারের কারণে মাটির যে ক্ষতি সাধিত হয়, তা আমাদের বিবেচনা করতে হবে। নিরাপদ এবং স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন করার লক্ষ্যে প্রাকৃতিক কম্পোস্টিং এবং পারমাকালচারের মতো ভালো উদাহরণগুলো আমরা অনুসরণ করব। পাখি এবং পোকামাকড়ের গুরুত্ব সম্পর্কে জানব। আজকের শিক্ষার্থীরাই বাংলাদেশে নিরাপদ খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করবে।</p> <p>আলোচনায় অংশ নিয়ে গাউস পিয়ারি বলেন, ‘আমাদের এ কার্যক্রমের আওতায় রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে একটি নগর কৃষি বিষয়ক পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের নিরাপদ কৃষি, কৃষির সাথে জলবায়ুর সম্পর্ক, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ইত্যাদি বিষয়ে দক্ষতা বৃদ্ধি করা হবে। একজন প্রকৃত কৃষকের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের বিশ্বাস এ কার্যক্রমটি শিশুদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।’</p> <p>কর্মশালা শেষে একটি গ্রুপ ওয়ার্কে শিক্ষার্থীরা স্কুলে নগর কৃষি অনুশীলন, উদ্যোগটি টেকসইকরণে পরিকল্পনা, এবং বিদ্যালয়ে নগরকৃষি অনুশীলনের উপকারিতা বিষয়ে তাদের অভিমত তুলে ধরে।</p>