<p style="text-align: justify;">পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪০ হাজার ১১৫ হাজি। তাঁরা ১০২টি ফ্লাইটে দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৬টি, সৌদি এয়ারলাইন্স ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করে।</p> <p style="text-align: justify;">এদিকে হজ করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৫৭ জন বাংলাদেশি মারা গেছেন।  তাদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ১৩ জন নারী। এরমধ্যে মক্কায় ৪৬ জন, মদিনায় চারজন, মিনায় ছয়জন এবং জেদ্দায় একজন মারা যান। </p> <p style="text-align: justify;">আজ মঙ্গলবার (২ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।</p> <p style="text-align: justify;">সর্বশেষ গত শনিবার (২৯ জুন) সাইয়েদ লিয়াকত আলী নামে এক হজযাত্রী মারা যান। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার নাগরকান্দা উপজেলায়। </p> <p style="text-align: justify;">চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে ২১৮টি ফ্লাইটে সৌদি আরব যান ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করে গেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে যান ৮০ হাজার ৬৯৫ জন।</p> <p style="text-align: justify;">গত ১৫ জুলাই পবিত্র হজের কার্যক্রম অনুষ্ঠিত হয়। হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। আগামী ২২ জুলাই পর্যন্ত এই ফ্লাইট চলবে।</p> <p style="text-align: justify;">এর আগে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ৯ মে এবং সর্বশেষ ফ্লাইট ছিল ১২ জুন। <br />  </p>