<p>ছাগল-কাণ্ডে আলোচিত-সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মো. মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে জমি-প্লট, ফ্ল্যাট-বাড়ি বা দোকানের তথ্য চেয়ে সব জেলার সাবরেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে নিবন্ধন অধিদপ্তর। মতিউরের বিরুদ্ধে ওঠা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে নিবন্ধন অধিদপ্তর এসব তথ্য চেয়েছে।</p> <p>দুদক সূত্র জানায়, নিবন্ধন অধিদপ্তরের চিঠিতে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে সাবরেজিস্ট্রি অফিসগুলোতে জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি বা দোকান ইত্যাদি রেজিস্ট্রেশন হয়ে থাকলে এ-সংক্রান্ত তথ্য অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে পাঠাতে বলা হয়েছে। তাদের সম্পদের তথ্য চেয়ে দুদক গত ২৭ জুন নিবন্ধন অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দেয়। গত রবিবার থেকে নিবন্ধন অধিদপ্তর সাবরেজিস্ট্রি অফিসে চিঠি পাঠাচ্ছে।</p> <p>মতিউরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি জানতে চাইলে গতকাল সোমবার দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হক গণমাধ্যমকে বলেন, ‘অনুসন্ধানের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অনুসন্ধান কর্মকর্তা ইতিমধ্যে অনেক দপ্তরে চিঠি দিয়েছেন। জায়গা-জমির তথ্য চেয়ে দেশের সব জেলা সাবরেজিস্ট্রি অফিসেও চিঠি দেওয়া হয়েছে।’</p> <p>দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউর, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় গত ২৪ জুন নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত। লায়লা কানিজ তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে গত রবিবার আদালতে আবেদন করেছেন। এ বিষয়ে শুনানির জন্য ২৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।</p>