<p>উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগ রংপুর, ময়মনসিংহ ও সিলেটে সহসায় কমছে না বৃষ্টি। এ ছাড়া অন্য বিভাগগুলোতে আগামী শনিবার থেকে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের আবহাওয়াবিদরা।</p> <p>আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শুক্রবারও দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে কোথাও কোথাও।</p> <p>এদিকে দেশের তিন সমুদ্র বন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর সতর্কসংকত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ভারি বর্ষণের সম্ভাবনা থাকায় থাকায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাহাড়ধসের সতর্কতাও বহাল রয়েছে।  </p> <p>আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ কালের কণ্ঠকে বলেন, আজ দেশে বৃষ্টিপাতের এলাকা বেড়েছে। আগামিকালও (আজ) মোটামুটি একইরকম বৃষ্টি থাকতে পারে সারা দেশে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1398890"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চাকরি ফিরে পেলেন সেই ইমাম, বাড়ছে বেতনও" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/20/1718894271-16c3338ca09e2db463902705ffe69df6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">চাকরি ফিরে পেলেন সেই ইমাম, বাড়ছে বেতনও</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/06/20/1398890" target="_blank"> </a></div> </div> <p>আগামী শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। পরদিন রবিবার সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়; রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1398891"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কলকাতার হোটেল থেকে আরেক বাংলাদেশি নিখোঁজ!" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/20/1718895016-af6e6b693ed51557729e654e34b27ab5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">কলকাতার হোটেল থেকে আরেক বাংলাদেশি নিখোঁজ!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/06/20/1398891" target="_blank"> </a></div> </div> <p>জানতে চাইলে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ‘শনিবার থেকে আবার বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগ রংপুর, ময়মনসিংহ ও সিলেটে তেমন একটা পরিবর্তন হবে না। বাকি বিভাগগুলোতে বৃষ্টিপাতের এলাকা কমতে পারে। বৃষ্টিপাত কমে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অংশে আবার তাপপ্রবাহ ফিরে আসতে পারে। চলতি মাসের শেষের দিকে আবার বৃষ্টি বাড়তে পারে।’</p> <p>আজ দেশের বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ৪৯ জেলায় হালকা থেকে অতি ভারি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩৪ মিলিমিটার। </p>