<p>শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা নাকি বন্ধ সে বিষয়ে ঈদুল আজহার ছুটি শেষে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।</p> <p>বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদরাসা প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। </p> <p>শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এইচএসসি পরীক্ষার কারণে সংযুক্ত ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান এবং বন্যাকবলিত সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা রাখা হতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1397293"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঈদের চাপে ব‌্যাংকে ভিড়, লেনদেন বেড়েছে ৩০%" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/13/1718273441-3515677305470cf338711821a36cddad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">ঈদের চাপে ব‌্যাংকে ভিড়, লেনদেন বেড়েছে ৩০%</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/06/13/1397293" target="_blank"> </a></div> </div> <p>মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি বৃহস্পতিবার (১৩ জুন) শুরু হয়ে শেষ হওয়ার কথা ২ জুলাই। তবে ৩ জুলাই থেকে সামষ্টিক মূল্যায়নের কারণে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমিয়ে ৩০ জুন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।</p> <p>শিখন ঘাটতি মেটাতে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা ঈদের পর সিদ্ধান্ত নেব। শনিবার এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে। আমরা চেষ্টা করছি, শনিবার যে বন্ধটা আগে ছিল, তা যাতে বলবৎ রাখতে পারি। ইতোমধ্যে আমরা (শিক্ষাবর্ষের) ক্যালেন্ডারের হিসাব নিয়েছি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1396983"><strong>আরও পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মিন্টুর মোবাইলে মেসেজ ‘আনার শেষ, মনোনয়ন কনফার্ম’!" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/06/12/1718182205-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">মিন্টুর মোবাইলে মেসেজ ‘আনার শেষ, মনোনয়ন কনফার্ম’!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/06/12/1396983" target="_blank"> </a></div> </div> <p>শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, আমাদের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে, চারশর মতো প্রতিষ্ঠান, সেখানে সংযুক্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো খোলা রাখতে হতে পারে।’</p> <p>শিক্ষামন্ত্রী বলেন, সিলেট অঞ্চলে বন্যার কারণে যেসব প্রতিষ্ঠান বন্ধ ছিল, সেগুলো বিশেষভাবে খোলা রাখার বিধান রেখে দেশের অন্যান্য স্থানে আগের মতো শনিবার বন্ধ যেন বহাল রাখতে পারি, সেটির ওয়ার্ক-আউট করা হচ্ছে। আমরা ঈদুল আজহার পর শিগগিরই সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে জানাব।</p>