<p style="text-align: justify;">ঢাকা সেনানিবাসের নতুন মাল্টিপারপাস শেড ‘হল ৪৬’ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার (১৩ জুন) ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নতুন এ শেড উদ্বোধন করেন তিনি। </p> <p style="text-align: justify;">জাতীয় ও সেনাবাহিনী পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানসহ যেকোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশিক্ষণ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এ মাল্টিপারপাস শেড ব্যবহৃত হবে। </p> <p style="text-align: justify;">উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান ‘হল ৪৬’-এর সঠিক ব্যবহার নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কর্মকর্তা, জেসিও, সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।</p>