<p style="text-align: justify;">নবম জাতীয় বেতনস্কেল ঘোষণা ও ৩০ শতাংশ বেতন বৃদ্ধিসহ ৬ দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি কর্মচারীরা।</p> <p style="text-align: justify;">কর্মচারীদের অন্য দাবিগুলো হলো- মূল বেতনের শতভাগ বাড়ি ভাড়া প্রদান; চিকিৎসা, যাতায়াত, টিফিন, শিক্ষা সহায়ক ভাতা বৃদ্ধিকরণ; স্থায়ীভাবে রেশনিং পদ্ধতি চালু করা; পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা চালু; টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনঃর্বহাল; সচিবালয় ও সচিবালয়ের বাইরের সকল পদের জন্য এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করা এবং সকল ডিপ্লোমাধারীদের দশম গ্রেড প্রদান করা।</p> <p style="text-align: justify;">আজ শুক্রবার (৩১ মে) সকালে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। </p> <p style="text-align: justify;">মানববন্ধনে বক্তারা জানান, ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতনস্কেল প্রদানের পর বিগত দশ বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি, ওষুধ, চিকিৎসা ব্যয়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির শতভাগ মূল্য বৃদ্ধিতে সীমিত আয়ের সরকারি কর্মচারীরা অর্থ কষ্টে জীবনযাপন করছেন। </p> <p style="text-align: justify;">সমিতির সভাপতি লুতফুর রহমান বলেন, ‘আমারা অবিলম্বে সরকারের প্রদেয় অন্তর্বর্তীকালীন ৫ শতাংশ বিশেষ সুবিধা ৩০ শতাংশে উন্নীত করা এবং নবম জাতীয় বেতনস্কেল ঘোষণার দাবি জানাই।’</p> <p style="text-align: justify;">তিনি বলেন, ‘দাবি আদায় না হলে আগামী ঈদের পর আন্দোলনরত সকল সংগঠনকে নিয়ে মহাসমাবেশ করা হবে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করা হবে।’</p> <p style="text-align: justify;">সমিতির মহাসচিব ছালজার রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সেলিম মোল্লা, মিজানুর রহমান, রফিকুল ইসলাম মামুন, মনিরুল ইসলাম, তাপস কুমার সাহা, মাহবুব হক তালুকদারসহ  ঢাকা মহানগরীর সকল দপ্তরের নির্বাচিত কর্মচারী প্রতিনিধিবৃন্দ।</p>