<p>ঘূর্ণিঝড় রিমাল উপকূলের আরো কাছাকাছি এসেছে। এর প্রভাবে আজ বিকেল নাগাদ উপকূলীয় ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। </p> <p>আবহাওয়া অধিদপ্তর বলছে, এটি আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী তিন-চার ঘণ্টার মধ্যে বাগেরহাটের মোংলার কাছে উপকূল অতিক্রম করতে পারে। তবে এর আগেই বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে এর অগ্রভাগ আঘাত করতে পারে উপকূলে। এর প্রভাবে উপকূলীয় ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। </p> <p>আবহাওয়া অধিদপ্তর আজ দুপুর ২টার সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রিমালের অগ্রভাগের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।</p> <p>ঘূর্ণিঝড়টির সামনের অংশের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস।   </p> <p>পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসহ জলোচ্ছ্বাসের আশঙ্কার মধ্যে থাকা জেলাগুলোর মধ্যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা ও পটুয়াখালীতে আবহাওয়া অধিদপ্তর ১০ নম্বর মহা বিপৎসংকেত দিয়ে রেখেছে। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলায় ৯ নম্বর মহা বিপৎসংকেতের আওতায় রয়েছে। সেই সঙ্গে এই ১৬ জেলার নদীবন্দরগুলোকে ৪ নম্বর নৌ-মহা বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। </p>