<p>শুধু দেশীয় উদ্যোক্তাদের তৈরি করা পণ্য নিয়ে আজ (১৯ মে) শুরু হচ্ছে ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পণ্য মেলা। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।</p> <p>রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বসবে এই মেলা। শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এসএমই ফাউন্ডেশন মেলাটির আয়োজন করছে।</p> <p>আমদানি বা বিদেশি কোনো পণ্য থাকবে না মেলায়। মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।</p> <p>সাত দিনের এই মেলা চলবে ২৫ মে পর্যন্ত। আজ সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।</p> <p>একই অনুষ্ঠানে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৩ বিজয়ী সাতজন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্ট আপ উদ্যোক্তাকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করবেন তিনি।</p>