<p>বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রাজপথে মোকাবেলা করতে সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।</p> <p>শনিবার (১৮ মে) দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।</p> <p>শেখ ফজলে শামস পরশ বলেন, ‘যুবলীগকে যেকোনো মূল্যে বঙ্গবন্ধুকন্যার অর্জনগুলো নির্ণয় করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র আমাদের রাজপথে মোকাবেলা করতে হবে। শেখ হাসিনা একজন আত্মপ্রত্যয়ী মানবতাবাদী এবং দূরদর্শী নেতৃত্ব হিসেবে নিজেকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। তিনি গণমানুষের নেতা থেকে আজকে বিশ্বনেতায় পরিণত হয়েছেন। কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন, শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য এক অপরিহার্য। শেখ হাসিনার কোনো বিকল্প নাই।’</p> <p>তিনি বলেন, ‘১৯৭১-এ বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছিলেন, যা বাঙালির শ্রেষ্ঠ অর্জন। আর ৭৫-এর পর বাংলাদেশের সব অর্জন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। তার নেতৃত্বে বাংলাদেশ  আজ বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তার হাত ধরেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পরিণত হবে উন্নত রাষ্ট্রে।’</p> <p>পরশ বলেন, ‘রাজনীতির সংস্কৃতির পরিবর্তনে প্রত্যয় ব্যক্ত করছে এই সম্মেলন। আপনাদের সমর্থন এবং সহযোগিতায় অন্ধকার কাটিয়ে সাম্প্রতিককালে মানবিক যুবলীগে আবর্তিত হয়ে আলোর দিকে ধাবিত আমাদের প্রাণের এই সংগঠন। আওয়ামী যুবলীগের একটা প্রধান কাজ হবে ভবিষ্যতের নেতৃত্ব সৃষ্টি করা। শুধু নিজে নেতা হওয়ার মধ্যে নেতার কৃতিত্ব না। ভবিষ্যতের নেতৃত্ব সৃষ্টি করার মধ্যে তার প্রকৃত সফলতা।’</p> <p>তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত সরকার এ দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল। আর শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ এ দেশ থেকে নির্মূল করে দিয়েছে। বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করে দিয়েছে। সুতরাং বিরোধী বন্ধুদের বলতে চাই, ক্ষমতার লোভে মিথ্যাচার এবং অপপ্রচারের অপরাজনীতি বন্ধ করুন। বিএনপির অপরাজনীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে পরনির্ভর রাজনীতি। তাদের এ দেশের জনগণের বদলে বিদেশি শক্তির ওপর অতিনির্ভরতা। তার অন্যতম কারণ কোনো জাতীয় সংকটে তারা কখনোই জনগণের পাশে দাঁড়ায়নি। এখন বিএনপি হতাশাগ্রস্ত একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে।’<br />  </p>