<p style="text-align: justify;">রাজধানীর ধোলাইখাল এলাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সোয়া এক ঘণ্টার বেশি সময় চেষ্টায় শনিবার (১৮ মে) বেলা ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।</p> <p style="text-align: justify;">এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী উপরিচালক (মিডিয়া) শাহজাহান সরদার।</p> <p style="text-align: justify;">তিনি বলেন, চার তলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রয়েছে। সেখানে আগুন ধরেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে সোয়া এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে।</p> <p style="text-align: justify;">এদিকে সকাল ১০টা ১৭ মিনিটে কারওয়ান বাজারে একটি টিনশেড ঘরে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।</p>