<p>অর্থ পাচার প্রতিরোধ আইনের ১৫ মামলায় আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের সহযোগী হিসেবে পরিচিত বাসুদেব ব্যানার্জী ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জিকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ দম্পতি আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক ছিলেন। </p> <p>আজ বৃহস্পতিবার (৯ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন।</p> <p>আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন (সাবেক রেলমন্ত্রী) ও জুলহাস উদ্দিন আহমেদ। দুর্নীতি দমন কমিশন (দুদক)’র পক্ষে ছিলেন মো. আসিফ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।</p> <p>দুদকের আইনজীবী কালের কণ্ঠকে বেলন, ‘সংশ্লিষ্ট আদালতে পাসপোর্ট জমা রাখা ও তদন্তে সহযোগিতার শর্তে তাদের ছয় সপ্তাহের আগাম জামিন দেওয়া হয়েছে।’</p> <p>আইন কর্মকর্তা মানিক কালের কণ্ঠকে বলেন, ‘জামিনের শর্তে আদালত বলে দিয়েছেন, অনুমতি ছাড়া তারা বিদেশ যেতে পারবেন না। জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে তাদের সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পন করতে বলা হয়েছে।’</p> <p>জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে ২০২১ সালে পিকে হালদার সংশ্লিষ্ট ৫২টি মামলা হয়। এর মধ্যে ১৫ মামলায় আসামি বাসুদেব-পাপিয়া দম্পতি। এই ১৫ মামলায় তাদের বিরুদ্ধে ৭৫০ কোটি টাকা অর্থপাচারের অভিযোগ রয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারলে একেএম আমিন উদ্দিন মানিক।</p>