<p>উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৩০-৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ধান কাটার মৌসুম হওয়ায় অপেক্ষাকৃত কম ভোট পড়েছে। এ ছাড়া কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হয়েছে। ভোটার বেশি এলে আরো বেশি ভালো হতো।</p> <p>আজ বুধবার (৮ মে) প্রথম ধাপের নির্বাচন শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।</p> <p>কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘বিভিন্ন উপজেলা থেকে আলাদা আলাদা ভোটের হার এসেছে। সে হিসাবে প্রথম ধাপে মোট ১৩৯টি উপজেলা নির্বাচনে শতকরা ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। সঠিক সংখ্যা আরো কিছু সময় পর জানা যাবে।’</p> <p>তিনি আরো বলেন, ‘আমরা গণনা করি, কে বেশি ভোট পেয়েছেন। আমার বিষয় হচ্ছে ভোট হয়েছে কি না, ভোটাররা আসতে পেরেছেন কি না, ভোট দিতে পেরেছেন কি না, কোথাও কোনো অনিয়ম হলো কি না। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আমরা বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পেয়েছি—নির্বাচন ভালোভাবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে।’</p> <p>১৩৯টি আজকে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জানিয়ে সিইসি বলেন, ‘কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কিছু সংঘর্ষে কিছু আহত হওয়ার ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত অনিয়ম হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।’</p> <p>সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক ছিল উল্লেখ করে হাবিবুল আউয়াল বলেন, ‘প্রশাসন, পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যথেষ্ট সতর্ক ছিল। তারা দায়িত্ব পালনে যথেষ্ট তৎপর ছিল। সে কারণে পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্যানুযায়ী ৩৪টি ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ২৫ জন ও আটক হয়েছে ৩৭ জন। ভোটকেন্দ্রে বাইরে এসব ঘটনা ঘটেছে।’</p>