<p>সুরক্ষা সেবা বিভাগ অতিরিক্ত সচিব মোসাম্মাৎ শাহানারা খাতুনকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এরপর পল্লী উন্নয়ন ও সমবায়  বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।</p> <p>আজ রবিবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে এ আদেশ কার্যকর হবে।</p> <p>প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সুরক্ষা সেবা বিভাগ) মোসাম্মাৎ শাহানারা খাতুনকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।</p>