<p>আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো মেহেদি উৎসব। আজ শুক্রবার (৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব ও ঢাকাবাসী সংগঠন। উৎসবে জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের পরিবারের সদস্য ও ঢাকাবাসী সংগঠনের সদস্যরা অংশ নেন।</p> <p>অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি হাসান হাফিজ। উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি সদস্য কাজী রওনাক হোসেন, কল্যাণ সাহা, শাহনাজ সিদ্দিকী সোমা ও শাহনাজ বেগম পলি, ঢাকাবাসী সংগঠনের সভাপতি মো. শুকুর সালেক, মহাসচিব শেখ খোদাবক্স ও অনুষ্ঠান সহযোগী পলিন কসমেটিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বজলুর রহমান।</p> <p>জাতীয় প্রেস ক্লাবের সহসভাপতি হাসান হাফিজ বলেন, ‘যেকোনো উৎসবে মেহেদির রঙে হাত রাঙানো জনপ্রিয় রীতি। সেই ঐতিহ্য ধরে রাখতেই বরাবরের মতো এবারের আয়োজন। বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে রয়েছে এই মেহেদি উৎসবের যোগসূত্র। এ ছাড়া ঘুড়ি ওড়ানো, সাকরাইন, কাসিদাসহ আরো অনেক ঐতিহ্য আছে, যা দিন দিন হারিয়ে যাচ্ছে।’ বাঙালির প্রচীন এই ঐতিহ্যকে ধরে রাখতে ঢাকাবাসী সংগঠন সবসময় পাশে থাকায় তাদের ধন্যবাদ জানান তিনি।</p> <p>উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে মেহেদি লাগানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঈদের আগে এমন আয়োজনে হাতে মেহেদি লাগিয়ে খুশি অনুষ্ঠানে উপস্থিত শিশুসহ অভিভাবকরা। পরে সেরা মেহেদি ডিজাইনারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।</p>