<p>প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের সরকারি খাসজমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে মতিঝিল এলাকার আর কে মিশন রোড, গোপীবাগে এই সরকারি খাসজমি উদ্ধার করা হয়।</p> <p>এ বিষয়ে ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ‘ঢাকা জেলার বিভিন্ন স্থানে মূল্যবান অনেক খাসজমি বিভিন্ন দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছে। এ সকল খাসজমি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’</p> <p>জেলা প্রশাসন সূত্র জানায়, এসএ, আরএস ও মহানগর জরিপের ধারাবাহিকতায় সরকারের নামে ১ নম্বর খাস খতিয়ানে ১৬ আনায় রেকর্ডকৃত ১৭.৮০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। দখলকৃত খাসজমিতে টিনের ছাপড়া ঘর ও কিছু খাবার হোটেল ছিল। পরে ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমানের সার্বিক নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) তত্ত্বাবধানে মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান মঙ্গলবার অভিযান চালিয়ে মতিঝিল মৌজাস্থ ১ নম্বর খতিয়ানের সিটি ৩৭৯৮ নম্বর দাগের ১৭.৮০ শতক খাসজমি উদ্ধার করেন। একই সঙ্গে খাসজমিতে সরকারের পক্ষে মালিকানা সাইনবোর্ড টাঙিয়ে জেলা প্রশাসন, ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়।</p> <p>এই অভিযান পরিচালনার সময় মতিঝিল রাজস্ব সার্কেলের সার্ভেয়ার ও সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা, মতিঝিল থানার কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।</p>