<p>নৌ-পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনাসহ ৬০ জনকে আটক করেছে। আজ সোমবার (১ এপ্রিল) বিকেলে নৌ পুলিশ সদর দপ্তর পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ-পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে।</p> <p>তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (রবিবার-সোমবার) নৌপুলিশের বিভিন্ন অভিযানে মোট ৭১ লাখ ৪১ হাজার ৮০০ মিটার অবৈধ জাল, ১ হাজার ৪ শত ৩৮ কেজি মাছ, বিভিন্ন প্রজাতির বাগদা রেনু পোনা ৮৪ হাজার  পিস এবং ১৩টি ঝোপ ধ্বংস করে ত্রিশটি বাঁশ জব্দ করা হয়।</p> <p>পুলিশ সুপার লুনা আরো জানান, এ অভিযানে ১০টি নিয়মিত মৎস্য মামলা এবং একটি বেপরোয়া গতির নৌযানের মামলাসহ মোট ১১টি মামলা হয়েছে। এ ছাড়া এই অভিযানে আটক ৬০ জন আসামির মধ্যে ২৪ জন আসামির বিরুদ্ধে ১০টি মৎস্য মামলা, ২ জনের বিরুদ্ধে একটি বেপরোয়া গতির মামলা, ১ জনকে মোট তিন হাজার টাকা জরিমানা, ৬ জনকে সাজা প্রদান, ৮ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় খালাস প্রদান এবং ১৯ জন আসামি ও ১২টি বাল্কহেডের বিরুদ্ধে ১২টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।</p> <p>জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।</p>