<p>ওমানে প্রাণ গ্রুপের একমাত্র আমদানিকারক প্রতিষ্ঠান ‘আল আরাবিয়া এক্সিলেন্ট মার্কেটিং, এলএলসি’র দুই বিক্রয়কর্মী দেড় কোটি টাকা নিয়ে পালিয়েছেন। এ ঘটনার পর কম্পানির পক্ষ থেকে ওমানে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।</p> <p>আজ সোমবার (১ এপ্রিল) প্রাণ-আরএফল গ্রুপ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেড় কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া দুই বিক্রয়কর্মীর মধ্যে একজন মো. কামরুল হাসান নাঈম, পিতা মো. আবু বকর, বাড়ি কুমিল্লা সদর দক্ষিণের মধ্য আশরাফপুরে। তার পাসপোর্ট নম্বর-এ০২৮৩৭৮৫৬। অপরজন সাঈদুল ইসলাম ওরফে সাচ্চু, পিতা আলী আশরাফ। বাড়ি ফেনীর ছাগলনাইয়া দক্ষিণ কুহুমার ৮ নম্বর ওয়ার্ডের করৈয়া বাজারে। তার পাসপোর্ট নম্বর-ইই০৩২২২৬২। তারা এখন বাংলাদেশে অবস্থান করছেন এবং আত্মগোপনে রয়েছেন।</p> <p>এ ঘটনার পর থেকে বাংলাদেশি কর্মীদের বিষয়ে ওমানে নিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নেতিবাচক ধারণা জন্মেছে। এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ওমানে অবস্থানরত বাংলাদেশের কর্মীদের মধ্যে একধরনের অস্বস্তি তৈরি হয়েছে। তাদের ধরিয়ে দিলে প্রাণের পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কৃত করা হবে।</p>