<p style="text-align: justify;">ঢাকায় নিযুক্ত ইতালি দূতাবাসে পাসপোর্ট জমা করার জন্য ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন ইতালি গমনেচ্ছুরা। ভুক্তভোগীদের দাবি, প্রতি মাসের ২৫ তারিখে অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা হলেও এক মিনিটের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক হয়ে যাচ্ছে। এই অ্যাপয়েন্টমেন্টকে সব সময়ের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। </p> <p style="text-align: justify;">আজ বুধবার রাজধানীর গুলশানে অবস্থিত ইতালি দূতাবাসের সামনে মানববন্ধন করে এ দাবি জানান তারা। </p> <p style="text-align: justify;">এ সময় তারা বলেন, আমরা ইতালি যাওয়ার জন্য সবাই আবেদন করি। এরপর আমাদের ইতালি থেকে ওয়ার্ক পারমিট বের হয়। পরবর্তীতে আমরা অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিতে গেলে হয়রানির শিকার হতে হচ্ছে। প্রতি মাসের ২৫ তারিখে অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা হলে এক মিনিটের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক হয়ে যাচ্ছে। এগুলোকে পুঁজি করে একদল কালোবাজারি লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।</p> <p style="text-align: justify;">ভুক্তোভোগীরা আরো বলেন, আমরা বিপর্যস্ত হয়ে পড়েছি। কারণ, নির্ধারিত সময়ে পাসপোর্ট জমা না করতে পারলে আমাদের আর্থিক এবং মানসিক সমস্যার সম্মুখীন হতে হবে। আমাদের একটাই দাবি অ্যাপয়েন্টমেন্ট সব সময়ের জন্য উন্মুক্ত করা হোক। যেন সবাই নির্ধারিত সময়ে পাসপোর্ট জমা করতে পারে।</p> <p style="text-align: justify;">মানববন্ধনে ভুক্তোভোগী বাইজিদ হাসান বলেন, অ্যাপয়েন্টমেন্ট সব সময়ের জন্য উন্মুক্ত করা হোক। তা নাহলে যাদের অনুমোদন আসছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক। এখান থেকে সকল ধরনের কালোবাজারি ও সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা ভিএফএস গ্লোবালের অ্যাপোয়েন্টমেন্ট না পাওয়ার জন্য অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা করতে পারছি না। আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। আমাদের এই সমস্যার দায়ভার কে নেবে, দূতাবাস নাকি সরকার। </p> <p style="text-align: justify;">তিনি আরো বলেন, আমাদের এখানে আসার একটাই উদ্দেশ্য, যাদের অনুমোদন বের হয়েছে, তাদের দূতাবাসে পাসপোর্ট জমা করার সুযোগ করে দিন। পাশাপাশি বিনামূল্যের অ্যাপোয়েন্টমেন্ট কেন লাখ টাকায় বিক্রি হচ্ছে, এটার জবাবদিহিতাও করতে হবে।</p> <p style="text-align: justify;">মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ভুক্তোভোগী রনক ভূইয়া, সামদানি রনি, সাজ্জাদ হোসেন, হৃদয় হোসেন ও রহিম শিকদার প্রমুখ।</p>