<p>যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য পাওয়া গ্রিনকার্ড ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ ঘোষণা দেন।</p> <p>অনুষ্ঠানে সুমন বলেন, ‘এবারই ইমিগ্রান্ট হিসেবে আমেরিকায় আমার শেষ আসা। যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড ফেরত দিচ্ছি। যেহেতু বাংলাদেশের মানুষ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, তাঁদের কপালের সঙ্গে আমার কপাল মিলে গেছে। তাই সেকেন্ড কোনো হোম রাখা ঠিক হবে না।’</p> <p>ইফতারের আগে প্রবাসীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সুমন বলেন, ‘আমি যদি মরি আমার এলাকার মানুষের সঙ্গেই মরব। বাঁচলে দেশকে সুন্দর করে গড়ে তুলব। আমি কিংবা আমার পরিবারের কেউ আমেরিকায় কোনো সম্পদের মালিক হব না। হলে আপনারা সঙ্গে সঙ্গে ফেসবুকের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেবেন।’</p> <p>অন্যায়, অবিচার, অসংগতির বিরুদ্ধে তাঁর লড়াই আগের মতোই অব্যাহত থাকবে মন্তব্য করে সুমন বলেন, ‘সব সমস্যার মূলেই দুর্নীতি। টাকা-পয়সার লোভই নেতাদের নষ্ট করে ফেলে। টাকা-পয়সা আর সম্পদের জন্যই সব দুর্নীতি হয়।’</p>