<p>রাজধানীর ভাটারা এলাকায় নির্মীয়মাণ বহুতল ভবন থেকে লোহার পাইপ পড়ে মো. রাজু (২৮) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে।</p> <p>নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার গোবিন্দ গ্রামে। তার বাবার নাম মো. শাহাবুদ্দিন।</p> <p>নিহতের সহকর্মী মো. আফছার জানান, নিহত রাজু মায়ের দোয়া রেস্টুরেন্টে কাজ করতেন। সকালে রেস্টুরেন্টের পাশে আমি ও রাজু দুজন দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ পাশের নির্মীয়মাণ ১০ তলা ভবন থেকে লোহার পাইপ পড়ে রাজু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা সোয়া ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।<br />  </p>