<p>খিলগাঁও পল্লীসংসদ এলাকায় অভিজাত রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানের সময় কয়েকটি রেস্টুরেন বন্ধসহ মুচলেকা নেওয়া হয়।</p> <p>আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন রাজউকের পরিচালক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।</p> <p>নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, ‘প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তার ধারাবাহিকতা আজকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৬/১ আওতাধীন খিলগাঁও পল্লীসংসদ এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। কয়েকটি বহুতল ভবনের নকশা ব্যতয় করে রেস্তোরাঁ তৈরি করে এবং ফায়ার সেফটির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রাথমিকভাবে বন্ধ করে দেওয়া হয়।’</p> <p>তিনি আরো বলেন, ‘কয়েকটি ভবনের নকশায় আবাসিক থাকলে বাস্তবে কমার্শিয়াল হিসেবে ব্যবহার করে আসছে। এইসময় কয়েকটি রেস্টুরেন্টকে ১৫ দিন বন্ধ থাকার প্রাথমিকভাবে নন জুডিশিয়াল স্ট্যাম্পে মাধ্যমে সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে রেস্টুরেন্ট চালানোর জন্য রাজউকের নকশাসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে সময় দেওয়া হয়েছে। যদি তারা প্রয়োজনী কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় তাহলে রেস্টুরেন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।’</p> <p>মোবাইল কোর্টের সার্বিক সহযোগিতায় ছিলেন রাজউক জোন-৬ এর পরিচালক সালেহ আহমদ জাকারিয়া, অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব ভট্টাচার্য ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মো. ফিরোজ আলম, সুমন আহমেদ, মো. সাইফুল ইসলাম, মো. ইমরান শেখ, মো. জিয়াউদ্দিন, মো. কামরুজ্জামান, বিশ্বজিৎ সিংহসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।</p>