<p>আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শ্রম আইন সংশোধনে তাড়াহুড়া না করার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘আইন সংশোধনে আরো আলোচনার প্রয়োজন বলেও জানিয়েছে সংস্থাটি।’</p> <p>মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইএলওর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।</p> <p>আইনমন্ত্রী বলেন, ‘এর আগেও আমরা আইন সংশোধনীর বিষয়ে বৈঠক করেছিলাম। সেখানে আরো কিছু সংশোধনীর কথা বলা হয়েছিল, যা শ্রম মন্ত্রণালয় আমাকে জানিয়েছে। জেনেভা থেকে আইএলওর চারজনের একটি প্রতিনিধিদল আজকের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিল। বৈঠকে শ্রম আইনের প্রায় প্রতিটি ধারা নিয়ে আলোচনা হয়েছে। শ্রম আইনটা পার্লামেন্টের চলতি অধিবেশনে আমরা পাস করাতে চেয়েছিলাম। কিন্তু আইএলও প্রতিনিধিদল বলছে, তাড়াহুড়া না করে আলোচনার মাধ্যেমে আরো ভালো কিছু করার জন্য।’</p> <p>আনিসুল হক বলেন, ‘নীতিনির্ধারকরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আইনের কিছু বিষয় নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গেও আলাপ করতে হবে। এ কারণে আমরা দুটি সিদ্ধান্তে এসেছি, পৃথক দুটি আলোচনাসভার আয়োজন করতে হবে। একটি আইএলওর সঙ্গে এবং অন্যটি আইএলওর উদ্যোগে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনাসভা। যেখানে যেসব ইস্যু নিয়ে আমাদের সঙ্গে মতপার্থক্য আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে।’</p> <p>ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে ১০ শতাংশ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। আগে ছিল ১৫ শতাংশ, শুধু তিন হাজার বা তার বেশি শ্রমিক আছে এমন কারখানাগুলোর জন্য। এখন আমরা সেটাও তুলে দিচ্ছি। সব শ্রমিকের বিষয়ে ১৫ শতাংশ নিয়ে কাজ করব।’</p> <p>বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) হাফিজ আহমেদ চৌধুরী ও বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর তৃওমো পাউটিয়াইনেনসহ আইন ও শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p>