<p>বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন তিনটি আন্তর্জাতিক রুটে বাস সার্ভিস চালু হচ্ছে। ঢাকা-শিলিগুড়ি-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা-কলকাতা এবং কক্সবাজার-চট্টগ্রাম-আগরতলা। এ তিনটি রুটে বাস সার্ভিস চালুর কথা জানান সংস্থার চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। </p> <p>সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিআরটিসির প্রধান কার্যালয়ে ‘রিপোটার্স ফর রেল অ্যান্ড রোড’ এর সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। </p> <p>তাজুল ইসলাম বলেন, ‘বর্তমানে ৫টি আন্তর্জাতিক রুটে বাস চলাচল করে। সেগুলো হচ্ছে ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-আগরতলা-ঢাকা, কলকাতা-ঢাকা-আগরতলা, ঢাকা-খুলনা-কলকাতা, ঢাকা-শিলং-গৌহাটি। এ ছাড়া ২০৮টি স্থানীয় রুটে বিআরটিসির বাস চলাচল করে।’  </p> <p>বিআরটিসি জানিয়েছে, করপোরেশনের মোট ১ হাজার ৩৫০টি বাস রয়েছে। ট্রাক রয়েছে ৫০৫টি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৪টি রুটে শাটল বাস সার্ভিস চালু হয়েছে। কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুরবাগান), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে বাণিজ্য মেলার জন্য প্রায় ১৫০ বাস চলাচল করছে। এর বাইরে মেট্রোরেলের যাত্রীদের আনা- নেওয়ার জন্য উত্তরা (হাউজ বিল্ডিং) থেকে দিয়াবাড়ি ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) স্টেশন পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) শাটল বাসে র‍্যাপিড পাস চালু আছে।</p>