<p style="text-align: justify;">দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দুই দিন আগে ট্রেনে এবং দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।</p> <p style="text-align: justify;">আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগের কথা জানায় সংস্থাটি।</p> <p style="text-align: justify;">কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এটি নিছক দুর্ঘটনা নয়। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটি ইচ্ছাকৃতভাবে ঘটানো নাশকতামূলক বলে ধারণা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’ </p> <p style="text-align: justify;">একে দুর্ভাগ্যজনক উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় মানবাধিকার কমিশন এ ঘটনায় মর্মাহত, উদ্বিগ্ন এবং আসন্ন নির্বাচনপ্রক্রিয়ার সময়ের ক্ষেত্রে অত্যন্ত আশঙ্কিত।’</p> <p style="text-align: justify;">যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কমিশন। সেই সঙ্গে আর যেন কোনো ধরনের নাশকতা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।</p> <p style="text-align: justify;">দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট ঠেকাতে বিএনপির ডাকা হরতালের আগে শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ কাঁচাবাজারের কাছে এসে থেমে যায় বেনাপোল এক্সপ্রেস ট্রেন। স্থানীয়রা তখন দেখতে পান, ট্রেনের কয়েকটি বগি থেকে ধোঁয়া বেরোচ্ছে আর ভেতর থেকে ভেসে আসছিল যাত্রীদের আর্তনাদ। বাংলাদেশ রেলওয়ে ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যশোরের বেনাপোল থেকে ট্রেনটি ঢাকায় আসছিল। সায়েদাবাদ এলাকা অতিক্রম করার সময় ওই ট্রেনে আগুন দেওয়া হয়।</p> <p style="text-align: justify;">পরে ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার ৯টা ৫ মিনিটে খবর পেয়ে তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে। তারা ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।</p> <p style="text-align: justify;">রাত পৌনে ১১টায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন জানান, আগুনে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুন ও নাশকতার ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হলো। </p> <p style="text-align: justify;">এদিকে শুক্রবার দিবাগত রাতে হবিগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুরে ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটে।</p>