<p>অসুস্থ যাত্রীর প্রাণ বাঁচাতে বুলগেরিয়ার সোফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী একটি ফ্লাইট। গত শুক্রবার রাতে বিমানের বিজি ২০১ ফ্লাইটে এ ঘটনা ঘটে। </p> <p>সূত্র জানায়, সিলেট থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার পর ফ্লাইটের মধ্যে একজন যাত্রীর হঠাৎ উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। কেবিন ক্রুরা ওই যাত্রীর অসুস্থতার বিষয়টি ফ্লাইটের ক্যাপ্টেনকে জানালে তিনি ফ্লাইটে কোনো ডাক্তার আছেন কি না জানতে চেয়ে এনাউন্সমেন্ট করেন। একজন ডাক্তার ওই রোগীকে সাহায্য করতে এগিয়ে যান। রোগীর অবস্থার অবনতি হওয়ায় ডাক্তার ক্যাপ্টেনকে জানান, রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে। </p> <p>পরে ক্যাপ্টেন ফ্লাইটটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অবস্থিত সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করান। </p> <p>জানতে চাইলে ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) ক্যাপ্টেন ইশতিয়াক বলেন, ‘ডাক্তার যখন জানান, রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে, তখনই আমরা ফ্লাইটটি ডাইভার্ট করে নিকটতম এয়ারপোর্টে অবতরণের সিদ্ধান্ত নিই। সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এটিসির সঙ্গে যোগাযোগ করে মেডিক্যাল ইমার্জেন্সি ঘোষণা করি। ফ্লাইট ডাইভার্ট করে সোফিয়া বিমানবন্দরে রেকর্ড ২৫ মিনিটের মধ্যে অবতরণ করা হয়। ওই যাত্রী (৮৪ বছর) সিলেট থেকে লন্ডন যাচ্ছিলেন। তাঁর কাছে মেডিক্যাল সার্টিফিকেটে ফিট টু ফ্লাই ছিল।’</p>