<p>নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘নির্বাচন কমিশন কোনো চাপে নেই। আর আমরা চাপে বিশ্বাসও করি না। আমাদের যতটুকু করণীয়, যেভাবে করণীয়, সংবিধানকে সমুন্নত রেখে সেই কাজ করে যাচ্ছি।’</p> <p>দেশের আইন-শৃঙ্খলা নিয়ে ইসি রাশেদা বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সামনে আরো ভালো হবে। আমি নিজেও এখানে এসেছি। কোনো অসুবিধা হয়নি। এর থেকে বেশি কিছু বলতে চাই না।’</p> <p>দ্বাদশ নির্বাচনে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীফামারী জেলার মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ইসি রাশেদা।</p> <p>সাংবাদিকদের নিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের বড় একটা ভূমিকা পালন করেন। তথ্য আপনারাই তুলে আনেন। আমরা চাই, কোথায় কী ঘটছে, সংঘর্ষ হচ্ছে তা আপনারা ক্যামেরায় তুলে আনবেন।’</p> <p>বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীফামারী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচনসংশ্লিষ্ট অন্য কর্মকর্তাগণের সমন্বয়ে সভা করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।</p>