<p>রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা হায়দার মোহাম্মদ জিতু। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।</p> <p>এর আগে গত ৬ আগস্ট মোহাম্মদ সাগর হোসেনকে রাষ্ট্রপতির এপিএস হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেই প্রজ্ঞাপন ২২ দিন পর গত ২৭ আগস্ট বাতিল করা হয়। তবে কী কারণে সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি।</p> <p>আজেকর প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি যত দিন এ পদ অলংকৃত করবেন বা তাঁকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, তত দিন এই নিয়োগ কার্যকর থাকবে।</p> <p>এ ছাড়া হায়দার মোহাম্মদ জিতুকে ‘জাতীয় বেতন স্কেল-২০১৫’ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন স্কেলে নবম গ্রেডে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।</p> <p>হায়দার মোহাম্মদ জিতু বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন। </p>