<p>ঘূর্ণিঝড় মিধিলি উপকূলে আঘাত হেনে নিম্নচাপে পরিণত হওয়ার পর আরো দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। গতকাল শনিবার দেশের বেশির ভাগ স্থানে বৃষ্টি ছিল না।  আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ধীরে ধীরে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।</p> <p>আজ রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।</p> <p>গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, ৩৫ মিলিমিটার। এ ছাড়া সিলেটের শ্রীমঙ্গলে ২৩ মিলিমিটার ও কুমিল্লায় চার মিলিমিটার বৃষ্টি হয়েছে। </p> <p>শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।</p>