<p>গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণসহ পাঁচ দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা। তারা বলেছেন, ১২ হাজার ৫০০ টাকা মজুরি দিয়ে কোনোভাবেই শ্রমিকরা জীবনযাত্রার ব্যয় মেটাতে পারবেন না। এই মজুরিতে উৎপাদনশীলতা রক্ষা করা যাবে না। ফলে এতে জাতীয় স্বার্থ খর্ব হবে।</p> <p>আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিনের সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন শ্রমিক নেতা জয়নাল আবেদীন, কে এম মিন্টু, সাইফুল আল মামুন, জাহানারা বেগম, এম এ শাহীন, জালাল হায়দার প্রমুখ।</p> <p>সমাবেশে উত্থাপিত পাঁচ দাবিতে বলা হয়, ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করে বৃদ্ধি করতে হবে, সব গ্রেডে একই হারে মজুরি বৃদ্ধি করতে হবে, প্রতিবছর ১০ শতাংশ হারে মজুরি বৃদ্ধির বিধান নিশ্চিত করতে হবে, ষষ্ঠ এবং দশম গ্রেড বাতিল করে পাঁচটি গ্রেড করতে হবে এবং শিক্ষানবিশের বিধান বাতিল করতে হবে।</p> <p>সমাবেশে শ্রমিক নেতা কাজী রুহুল আমিন বলেন, ‘গত ৭ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী যে মজুরি ঘোষণা করা হয়েছে, তা বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ধারা ১৪১ এর সঙ্গে সংগতিপূর্ণ নয়। ধারা ১৪১ অনুযায়ী শ্রমিকের জীবনযাপন ব্যয়, জীবনযাত্রার মান, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, উৎপাদিত পণ্যের মূল্য, মুদ্রাস্ফীতি, কাজের ধরন, ঝুঁকি ও মান, ব্যাবসায়িক সামর্থ্য, দেশ এবং সংশ্লিষ্ট এলাকার আর্থ-সামাজিক অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে দেখার বিধান রয়েছে।’</p> <p>শ্রমিক নেতা জয়নাল আবেদীন বলেন, ‘শুধু মালিকদের কথায় শ্রমিকদের এই নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে। ফলে শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাড়ে ১২ হাজার টাকা মজুরি দিতে চাইলে নিত্যপণ্যের দাম কমাতে ও বাড়িভাড়া কমাতে হবে। বাড়িভাড়ার ক্ষেত্রে বিদ্যমান নীতিমালার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।’</p> <p>বিক্ষোভ সমাবেশ থেকে গাজীপুরে নারী শ্রমিক নিহতের ঘটনায় এবং শ্রমিকদের আন্দোলনে পুলিশের বাধা দেওয়ার তীব্র নিন্দা জানানো হয়। সমাবেশ শেষে লাল পতাকা ও বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন নিয়ে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সচিবালয়ের সামনে গেলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে একটি প্রতিনিধিদল শ্রম প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।</p>