<p>এক মাস আগে তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতিতে জড়ানো সুপ্রিম কোর্টের আইনজীবী তামান্না ফেরদৌসকে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এসংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।</p> <p>সলিসিটর রুনা নাহিত আকতারের স্বাক্ষরে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের ৭ জুলাই সহকারী অ্যাটর্নি জেনারেল পদে তামান্না ফেরদৌসকে দেওয়া নিয়োগ রাষ্ট্রপতির আদেশে বাতিল করে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির আদেশ অবিলম্বে কার্যকর হবে।</p> <p>ঠিক এক মাস আগে (৯ অক্টোবর) বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রস্তুতিসভা শেষে খাবারের টোকেন নিয়ে হাতাহাতিতে জড়ান সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস ও মো. মজিবুর রহমান মজিব। সেদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।</p> <p>ভিডিওতে দেখা যায়, বার সম্পাদকের কক্ষের সামনে ৮ থেকে ১০ জন আইনজীবীর মধ্যে বিতণ্ডায় জড়ান তামান্না ও মজিব। কথা কাটাকাটির একপর্যায়ে মজিবের ওপর চড়াও হন তামান্না। একপর্যায়ে মজিবের গায়ে হাত তোলেন তামান্না। পরে মজিবও তামান্নার গায়ে হাত তোলেন। যদিও অন্য আইনজীবীরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করছিলেন।</p> <p>হাতাহাতির পর সহকারী অ্যাটর্নি জেনারেল মজিব অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত অভিযোগ করেন। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছিল আবেদনে।</p>