<p>বিএনপির ডাকা অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনটি গেটে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় প্রতিটি গেটে ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সংবলিত একটি করে ব্যানার ঝুলিয়ে দেন তারা। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। </p> <p>জানা যায়, জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট (ব্যাংকের গেট) ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ গেটে তালা ও ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। পোগজ ল্যাবরেটরির গেটে তালা ও ব্যানার ঝোলানোর সময় পুলিশ তাদের ধাওয়া করে।</p> <p>এ ছাড়া আজ ভোরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান খানের (মাহমুদ) নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকে তালা ঝোলানো হয়।</p> <p>এ সময় সহসাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রুদ্র, সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক সাজ্জাত শান্ত, ক্রীড়া সম্পাদক কামরুল হাসান নাফিজ উপস্থিত ছিলেন।</p> <p>এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত, দেশের বিচারব্যবস্থা সংশোধন করা ও এক দফা দাবি আদায়ের এ অবরোধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবরোধ পালিত হবে না এটা কোনো‌ভাবেই মেনে নেওয়া যায় না। অবরোধের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে তালা দিয়েছি। দেশের জনগণের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-ছাত্রীকে এ অবরোধ পালনে উৎসাহিত করছি।’</p> <p>সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘এক দফা দাবি আদায় এবং বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলা, গণগ্রেপ্তারের প্রতিবাদে আমরা অবরোধ পালন করছি। বিশ্ববিদ্যালয়ের কাছে দাবি- এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গিয়ে  জনগণের স্বার্থ রক্ষার অবরোধকে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখবেন। আর যদি বিশ্ববিদ্যালয় বন্ধ না রাখেন, সামনের যেকোনো সহিংসতা এবং অপ্রীতিকর ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে।  আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত যতই হামলা মামলা গ্রেপ্তার করুক আমরা রাজপথে ছিলাম, আছি, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব ইনশাআল্লাহ।’</p>