<p>জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুটি অভিযোগে নয় ৯ বছর ও তার স্ত্রী জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। </p> <p>ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান বুধবার এ রায় দেন। রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪- এর ২৬(২) ধারায় তারেক রহমানকে তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। </p> <p>এ ছাড়া তাকে তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ টাকা না দিলে আরো তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে তারেক রহমানকে। আর জোবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছর কারাদণ্ড দিয়েছেন এ বিচারিক আদালত। তাকেও জরিমানা করা হয়েছে ৩৫ লাখ টাকা। এ জরিমানা পরিশোধ না করলে আরো এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে জোবাইদাকে। </p> <p>রায়ে তারেক রহমানের দুই কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রীয় অনুকূল বাজেয়াপ্ত ঘোষণা করেছেন বিচারক।<br />  </p>